দিনে ৩ কেজি ভাত খায় সাগরদিঘীর জিসান, পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: রবিবার ২১,সেপ্টেম্বর :: দিন আনে দিন খাওয়া পরিবারের জন্য এক অনন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ১৬ বছরের কিশোর জিসান আলী। প্রতিদিন প্রায় ৩ কেজি চালের ভাত  খেয়ে ফেলে সে। জিসানের বর্তমান ওজন প্রায় ১ কুইন্টাল ৩০ কেজি। এই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ও ক্রমবর্ধমান ওজনের কারণে কার্যত হিমশিম খাচ্ছে তার পরিবার।

জিসানের বাবা মুর্শেদ আলী একজন দিনমজুর। সংসারের দায়দায়িত্বের পাশাপাশি ছেলের চিকিৎসা ও খাবারের জোগান দিতে তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরিবারের এই অসহায়তার খবর পৌঁছায় সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে। বিষয়টি জানার পরই এগিয়ে আসেন তিনি।

জিসানের বাড়িতে গিয়ে বিধায়কের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, জিসানের খাওয়া-দাওয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দেন বাইরন বিশ্বাস। তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে এই পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন।

অন্যদিকে জিসানের বাবা মুর্শেদ আলী বলেন, “খাওয়ার ব্যবস্থা আমরা কোনোভাবে চালিয়ে নিতে পারবো। কিন্তু ছেলের ওজন দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসার ব্যবস্থা যেন বিধায়ক সাহেব করে দেন, সেই আশাই রাখছি।”

বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি গ্রামবাসীরাও। স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 10 =