নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খাতড়া :: রবিবার ২১,সেপ্টেম্বর :: ঘনিয়ে আসছে বাঙালিদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। শিউলি ফুলের মিষ্টি গন্ধে পূজার হাওয়া বইতে থাকবে পুজো মণ্ডপগুলোতে। পূজা যতই সামনে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে।
জঙ্গলমহলের খাতড়াতে শিল্পী চন্দন রায়ের মোনালিসা আর্ট অ্যান্ড ক্রাফট শিল্পকেন্দ্রে চরম ব্যাস্ততার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জেলার যে কয়েকটি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম পুয়াবাগান সার্বজনীন ও প্রনবানন্দ পল্লীর দুর্গা পূজা। আর এই দুই পুজোর থিমের দায়িত্বে রয়েছেন শিল্পী চন্দন রায়।
ইতোমধ্যেই ফাইবার কাস্টিং, মাটির কাজ এছাড়াও বিভিন্ন উপকরণ দিয়ে রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেব-দেবীর প্রতিমা সহ প্যান্ডেলে র বিভিন্ন অংশ । থিমের অনিন্দ্য সুন্দর রূপ দিতে শিল্পীরা এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে এই শিল্পকেন্দ্রে ৩৩ জন দক্ষ শিল্পী কাজ করছেন।
শিল্পী চন্দন রায় জানিয়েছেন,পুজোর সময় দম ফেলার ফুরসত থাকে না। এই বছর আবার বৃষ্টি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। সামনেই পুজো তাই দিন রাত এক করেই কাজ করতে হচ্ছে। দু’টি মণ্ডপের কাজ চলছে। পুজো যত এগিয়ে আসছে কাজের চাপ তত বাড়ছে।
বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ার পাল্টেছে সেই পুরোনো নিয়ম। এখন দুর্গাপুজো হোক কিংবা হোক কালীপুজো, থিমের লড়াই লেগেই থাকে সর্বত্র। আর এই থিমকে তৈরি করতে প্রয়োজন উন্নত মানের প্যান্ডেল। তবে কতখানি দক্ষতায় যে গড়ে ওঠে এই অনিন্দ্য সুন্দর থিম সেটা সত্যি অকল্পনীয়।
শিল্পী চন্দন রায় মণ্ডপের কাজের মাধ্যমে দেশ ও সংস্কৃতির ,আধ্যাত্মিক মাহাত্ম্য ও তাৎপর্যকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, যা এক অনন্য মাত্রা যোগ করে।