নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,সেপ্টেম্বর :: ভোর থেকেই আহিরীটোলা ঘাট, বাগবাজার ঘাট, বাবুঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাট সহ কলকাতার একাধিক গঙ্গার ঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। কলকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
শাস্ত্র মতে, দেবীপক্ষের আগে কৃষ্ণা প্রতিপদে মর্ত্যলোকে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানের জন্যই তর্পণের আয়োজন করা হয়। মহালয়ার সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করতে গঙ্গাবক্ষে অগণিত মানুষের সমাগম হয়েছে।
আগমনী গানে অতীতকে স্মরণ করে মা দুর্গার আবাহনের অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গেল আজ থেকেই।