নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুয়াহাটি :: রবিবার ২১,সেপ্টেম্বর :: গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তাঁর ম্যানেজার। জানা গিয়েছে, গায়কের ম্যানেজারের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আবেদন করেছেন জুবিনের স্ত্রী গরিমা গর্গ।
পারিবারিক সূত্রে খবর, গরিমা পুলিশের কাছে আনুষ্ঠানিক আর্জি জানিয়ে বলেছেন—দুঃসময়ে পরিবারকে আরও অস্থিরতায় ফেলতে চান না তিনি। স্বামীর অকালমৃত্যুর শোকে ভেঙে পড়া পরিবার এখন শান্তি ও ন্যায্য তদন্ত চায়। তাই এই মুহূর্তে আইনি লড়াই আরও দীর্ঘায়িত হোক, সেটা তিনি চান না।
স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এর সাথে প্রয়াত জুবিন গর্গ
একটি ভিডিওবার্তায় প্রয়াত গায়কের স্ত্রী জুবিনের শেষকৃত্যে ম্যানেজার সিদ্ধার্থকে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে এফআইআর তুলে নেওয়ার কথাও বলেছেন। গরিমার জানান, পেশায় ম্যানেজার হলেও বাস্তবে সিদ্ধার্থকে জুবিন নিজের ভাইয়ের মতোই দেখতেন। এমনকি সিদ্ধার্থকে কেউ খারাপ কিছু বললে খুব অসন্তুষ্ট হতেন জুবিন। তাঁর কথায়, ‘জুবিনের শেষ যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে থাকতে দিন।
তবে এফআইআর তুলে নেওয়ার আবেদন হলেও তদন্তে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে অসম পুলিশ। তারা জানিয়েছে, মৃত্যুর কারণ এবং এর সঙ্গে যুক্ত যেকোনও দিক খতিয়ে দেখা হবে।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, এফআইআর প্রত্যাহারের আবেদন জমা দিলেও পুলিশের হাতে তদন্ত চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার থাকবে। তাই গায়ককে ঘিরে রহস্যজনক পরিস্থিতি ও প্রশ্নগুলির উত্তর খোঁজা বন্ধ হবে না।
এদিকে, জুবিন গর্গের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ গরিমার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, কেন হঠাৎ এফআইআর প্রত্যাহারের আবেদন করা হল।