সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ২১,সেপ্টেম্বর :: ফলাফলটা প্রত্যাশিত ছিল। কিন্তু ক্রিকেটে ‘নবাগত’ ওমানের লড়াইটাকে কুর্নিশ জানাতেই হবে। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছে তারা।
কিন্তু ক্রমতালিকায় শীর্ষে থাকা দলের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে খেলল ওমান, তাতে দেখে বোঝার উপায় ছিল না ধারেভারে পিছিয়ে তারা। ভারতের ১৮৯ রানের জবাবে ওমান থামল ১৬৭ রানে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২১ রানে জয় পেল ভারত।