গঙ্গাজল ও লেবুলঙ্কা ঝুলিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করলেন শিখা চ্যাটার্জি

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২১,সেপ্টেম্বর :: শিলিগুড়ি সংলগ্ন ২নম্বর ডাবগ্রাম পঞ্চায়েত অধিকৃত বিজেপির। সেই এলাকায় উন্নয়ন হয়নি বলে দাবি জানিয়ে পঞ্চায়েত প্রধান মালতি মালাকার কে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে তৃনমূলের পঞ্চায়েত সদস্য ও তৃনমূলের সমর্থকরা।

তৃনমূলের কংগ্রেসের কর্মীরা ২নম্বর ডাবগ্রাম পঞ্চায়েত অফিস স্মারকলিপি দেওয়ার নামে অশুদ্ধ করেছে। গঙ্গাজল ও লেবু লঙ্কা ঝুলিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরন করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জি। বিজেপির কর্মী ও সমর্থকদের সঙ্গে করে তিনি পঞ্চায়েত অফিসে গঙ্গাজল ছিটিয়ে দিয়ে শুদ্ধি করন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =