আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: রবিবার ২১,সেপ্টেম্বর :: আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও আলোচনার পর অবশেষে বৃটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।
রবিবার এক যৌথ ঘোষণায় তিন দেশ জানায়, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও দুই-রাষ্ট্র সমাধানের পথ সুগম করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়, “প্যালেস্টাইনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিকভাবে অস্বীকার করা যায় না। ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা আজ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।”
বৃটিশ প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর একত্রে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সমাধান শুধু আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে আলোচনার ভিত্তি হবে দুই স্বাধীন রাষ্ট্র—ইসরায়েল ও প্যালেস্টাইন—যেখানে উভয় জাতি নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা ভোগ করতে পারবে।
এই ঘোষণাকে ঐতিহাসিক অভিহিত করে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, “এটি আমাদের সংগ্রামের স্বীকৃতি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থেকে ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।”
অন্যদিকে, ইসরায়েল সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই স্বীকৃতি ‘শান্তি প্রক্রিয়াকে জটিল করবে’ এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে।
জাতিসংঘের মহাসচিব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে দুই-রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের আরও অনেক দেশ আগামী দিনে এই ধারায় যুক্ত হতে পারে।
👉 বিশ্লেষকদের মতে, বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন আনবে এবং প্যালেস্টাইনের স্বাধীনতার লড়াইয়ে একটি নতুন গতি সঞ্চার করবে।