ডুবন্ত ট্রলার থেকে নজন মৎস্যজীবীকে উদ্ধার করলো কোস্টাল থানার পুলিশ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: সোমবার ২২,সেপ্টেম্বর :: কুলতলীর মৈপিঠ উপকূল থানার নগেনাবাদের নজন মৎস্যজীবী মা মাসুনা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় রবিবার বিকালে।

জিঞ্জির দ্বীপের কাছে সেখানে বেশ কিছুক্ষণ তারা বড়শি দিয়ে মাছ ধরছিল। হঠাৎ সামুদ্রিক ঝড় এবং জলের টানে নৌকার পাঠাতনের বেশ কিছুটা অংশের কাঠ ভেঙে যায়।

নৌকায় থাকা মৎস্যজীবীরা তৎক্ষণাৎ নৌকার মধ্যে থাকা কাপড় এবং বস্তা দিয়ে ভাঙা অংশ মেরামত করার চেষ্টা করে। এরই মধ্যে ট্রলারে জল ঢুকতে থাকে । কয়েকজন বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে তাদের।

এরপর তারা হতাশ না হয়ে কিছুটা পথ নৌকা নিয়ে এগিয়ে আসতেও থাকে। অবশেষে কালিবেরা জঙ্গল সংলগ্ন এলাকায় পৌঁছালে মোবাইলে টাওয়ার মেলে। এরপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের দুর্ঘটনার কথা জানায়। পরিবারের লোকজন সাথে সাথে খবর দেয় মৈপিঠ উপকূল থানায়।

এই খবর শোনার পর ওসি শান্তনু বিশ্বাস নিজে একাধিক পুলিশ কর্মী সঙ্গে নিয়ে লঞ্চ চেপে ওই মৎস্যজীবীদের সন্ধানে বার হন । বেশ কিছু সময় পর অবশেষে ট্রলারের খোঁজ মেলে।

অন্ধকার রাতের মধ্যে সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়া ওই মৎস্যজীবীদের সামনে একেবারে ভগবানের দুত হিসাবে উপস্থিত হয় ওসি শান্তনু বিশ্বাস ও কুলতলী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান , শাখা সংগঠনের আঞ্চলিক সভাপতি রেজাউল গাজী।

গ্রামবাসীরাও বেশ কয়েকটি নৌকা নিয়ে পৌঁছায় । আর কিছুটা সময় দেরি হলে ওই মৎস্যজীবীরা আর জীবিত অবস্থায় ফিরত না।

পুলিশ কর্মীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন গভীর রাতে । এরপর তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয় । নজন মৎস্যজীবী অক্ষত অবস্থায় ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবারের লোকজন সাহ নগেনাবাদ গ্রামের মানুষজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =