আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: সোমবার ২২,সেপ্টেম্বর :: মরক্কোয় সরকারি সফরে গিয়ে ফের পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) প্রসঙ্গে কড়া বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পাক অধিকৃত কাশ্মীর একদিন শক্তির প্রয়োগে নয়, বরং সেখানকার সাধারণ মানুষের ইচ্ছাতেই স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হবে।”
রাজনাথ সিংয়ের দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষ বছরের পর বছর সন্ত্রাস, দারিদ্র্য ও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। ফলে ভারতের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকারগুলির প্রতি তাঁদের আকর্ষণ ক্রমেই বাড়ছে।
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, “সেদিন আর দূরে নয়, যখন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ নিজেরাই সিদ্ধান্ত নেবে—তাদের ভবিষ্যৎ ভারতের সঙ্গেই সুরক্ষিত।”
প্রসঙ্গত, ভারত বহুবার জানিয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তবে মরক্কোয় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রীর এই বার্তা আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ভারত আবারও স্পষ্ট করল—PoK নিয়ে নয়াদিল্লির অবস্থান বদলানোর কোনো প্রশ্ন নেই।
পাকিস্তানের তরফে এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় কূটনৈতিক মহল মনে করছে, রাজনাথের বক্তব্য পাকিস্তানের শাসনে বিক্ষুব্ধ সাধারণ মানুষের মনের কথাই তুলে ধরেছে।