সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২২,সেপ্টেম্বর :: মহালয়া আসা মানেই দূর্গা পূজার কাউন্ট ডাউন শুরু হয়ে যাওয়া। বিভিন্ন পূজা মণ্ডপ গুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে। এবার ৭৭ তম বর্ষে পদার্পণ করতে চলেছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের দুর্গাপুজো।
পানি ট্যাংকি মোড় এর কাছে অবস্থিত ক্লাবটি প্রত্যেক বছর আড়ম্বরের সাথে করে থাকে দুর্গাপুজো। এবারে তাদের পুজোর থিম মোবাইল এর কারনে হারিয়ে যাচ্ছে শৈশব। বাজেট অন্ততপক্ষে ২৫ লক্ষ টাকা। জোর কদমে চলছে মন্ডপ গড়ার কাজ।
সংশ্লিষ্ট পুজো উত্তোক্তারা জানিয়েছেন দুর্গাপুজোর দিনগুলিতে বেশ কিছু সামাজিক কর্মসূচিও থাকছে। আশা রাখছেন তারা এ বছরে তাদের পূজোর থিম দর্শনার্থীদের মন জয় করবে।

