সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২২,সেপ্টেম্বর :: কলকাতা, সোমবারঃ কলকাতা ময়দানের ফুটবল ইতিহাসে ফের উজ্জ্বল অধ্যায় লিখল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে একটিও ম্যাচ না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হল লাল-হলুদ শিবির। লিগের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই শিরোপা জিতল তারা।
দলের আক্রমণভাগে সেরা ছন্দে ছিলেন ক্লেটন সিলভা ও নন্দলাল রায়, যারা একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। মাঝমাঠে সুশান্ত দত্ত ও সৌরভ দাসের নিয়ন্ত্রণ প্রতিপক্ষকে দম বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, রক্ষণভাগে লালহলুদের দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন লালচাঁদ সিং ও গুরপ্রীত সিং, যাদের দৃঢ়তায় প্রতিপক্ষ দল বারবার ব্যর্থ হয়েছে।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলির মধ্যে মোহনবাগানকে ২-১ গোলে হারানো এবং মহমেডানকে ১-০ গোলে পরাজিত করা সমর্থকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এ ছাড়া ভবানীপুর, সার্ভিসেস এবং টলিগঞ্জের মতো দলগুলির বিরুদ্ধেও দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল।
পুরো লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্লেটন সিলভা (৮ গোল)। আর সর্বাধিক ক্লিন শিট তুলে নিয়েছেন গোলকিপার কমলজিৎ সিং।
দলের এই অসাধারণ সাফল্যে উৎসব শুরু হয়ে গিয়েছে ময়দানে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর লাল-হলুদ পতাকায় রঙিন হয়ে উঠেছে কলকাতা। সমর্থকদের দাবি, এই জয় শুধু একটি লিগ খেতাব নয়, বরং শতবর্ষ ছুঁই ছুঁই ইতিহাসে নতুন উজ্জ্বল পালক যোগ করল ইস্টবেঙ্গল।