সাড়ে ৩০০ বছরের অধিক প্রাচীন দুর্গা পূজার শুরু হয়ে গেল বীরভূমের তাঁতিপাড়ায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা গোস্বামী পাড়ার সার্বজনীন দুর্গাপূজা শুরু হয়ে গেল। এই দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরের অধিক প্রাচীন।

এই পুজোর বিশেষত্ব হচ্ছে গোস্বামী পরিবারের সকল সদস্য নবমীর দিন পর্যন্ত নিরামিষ খান এবং আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মঙ্গলঘটের পাশেই ইন্দুর মাটির ওপর জব গাছ রোপন করা হয় ও এই জব গাছ বড় হতে থাকে এবং অষ্টমীর বলি হওয়ার সাথে সাথেই এই জব গাছগুলো নুয়ে পড়ে।

গোস্বামী পাড়ার সার্বজনীন দুর্গোৎসবে সুজির মণ্ড করে বলিদান করা হয়। নিয়মনিষ্ঠা ভক্তি শ্রদ্ধা এবং শাস্ত্রীয় মতে এই প্রাচীন পুজো হয়ে আসছে বীরভূমের তাঁতিপাড়া হাটতলায়। স্বভাবতই গোস্বামী পাড়ার এই সার্বজনীন দুর্গোৎসব বছরের পর বছর মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =