এক ভবঘুরকে হাসপাতালে মেডিকেল করতে নিয়ে এসে বিপাকে পড়ল পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: এক ভবঘুরকে হাসপাতালে মেডিকেল করতে নিয়ে এসে বিপাকে পড়ল পুলিশ । সোমবার ঘটনাটি ঘটেছে এম জে এন মেডিকেল কলেজে হাসপাতালে।এদিন সন্ধায় ওই ভবঘুরেকে হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশকে ফাঁকি দিয়ে বাথরুমে ঢুকে পড়ে ওই ভবঘুর । ভিতরে ঢুকে ভাঙচুর করার পাশাপাশি দরজা বন্ধ করে নেয় । পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলে প্রথমে পারেনি।খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার আইসি থেকে শুরু করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ বিশাল পুলিশ বাহিনী ।

সে হাতে একটি রড নিয়ে পুলিশকে হুমকি দিতে থাকে। প্রায় এক ঘণ্টার বেশি সময় পর কোতওযালি থানার আই সি তপন পাল সহ একটি টিম ভিতরে ঢুকে তাকে সেখান থেকে উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম নবীন কল্লু । হায়দ্রাবাদের বাসিন্দা । গতকাল কোচবিহার শহরের রেল গুমটি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে ।

তবে এই ঘটনার পরে এম জে এন মেডিকেল কলেজে হাসপাতালে জরুরী বিভাগের সামনে পরিষেবা ব্যাহত হয়। পুলিশের বক্তব্য নিয়ে রয়েছে ধোঁয়াশা । আসলে এই ব্যক্তি ভবঘুরে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ উঠছে প্রশ্ন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =