রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য, অশ্রুজলে ভক্তদের বিদায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুয়াহাটি :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: বিকেলে গুয়াহাটির নবরত্ন শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রখ্যাত শিল্পী জুবিন গর্গের শেষকৃত্য। সকাল থেকেই শেষ দর্শনের জন্য নেহরু স্টেডিয়ামে ভিড় জমাতে থাকেন হাজার হাজার ভক্ত। ফুলে ঢেকে যায় সমগ্র প্রাঙ্গণ, চারদিকে শোকের আবহ।

দুপুর গড়াতেই শুরু হয় শেষযাত্রা। ভক্ত, শুভানুধ্যায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। পূর্ণ সামরিক মর্যাদা ও রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

                                    চিতায় আগুন  দিতেই কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী গরিমা গর্গ 

বিদায়ের মুহূর্তে ভক্তরা আর্তনাদে ভেসে গেয়ে ওঠেন তাঁর জনপ্রিয় গান, সেই মায়াবিনী সুর, যা জীবনের সুখ-দুঃখে হয়ে উঠেছিল নিত্যসঙ্গী। গানের সুরেই ভেসে গেল শেষ প্রণাম, অশ্রুজলে বিদায় জানালেন সকলে।

গুয়াহাটি থেকে শুরু করে সমগ্র অসম জুড়ে নেমে আসে শোকের ছায়া। ভক্তদের বিশ্বাস, তাঁর গানই তাঁকে অমর করে রাখবে যুগের পর যুগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =