নবদ্বীপে বিজেপি কর্মী খুনে বীরভূম থেকে গ্রেপ্তার অভিযুক্ত।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনে গ্রেফতার অরিন্দম মণ্ডল ওরফে ছোট্টু। বীরভূম জেলার সাইথিয়া থেকে সোমবার রাতে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনায় আরো তিনজন অভিযুক্ত অধরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।প্রসঙ্গত বিশ্বকর্মা পূজার দিন একটি ক্লাবে মদ্যপান করার পর এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

অবশেষে বীরভূমের সাঁইথিয়া থেকে একজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের ও খুব তাড়াতাড়ি ধরতে সক্ষম হবে বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্ত অরিন্দম মন্ডলকে নবদ্বীপ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =