নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। ভোর রাত থেকে ভারী বর্ষনে তিলোত্তমা জলের তলায় চলে গেছে।হাওড়া স্টেশনে ঢোকার মুখে কারশেডে জল জমে থাকায় স্টেশনে ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়।ফলে হুগলি থেকে হাওড়া মুখি ব্যান্ডেল বর্ধমান কাটোয়া লোকাল হাওড়ার দিকে যেতে সমস্যায় পড়ে ।রিষড়া কোন্নগর সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখি ট্রেন।হাওড়া ট্রেন না ঢুকতে পারায় আপ ট্রেনও ছাড়তে পারেনি।
ফলে আপ ও ডাউন দুই দিকেই যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন।অফিস যাত্রীরা অনেকেই ফিরে যেতে বাধ্য হন। যদিও একটা দুটো ট্রেন ছাড়লেও তাতে বাদুড়ঝোলা ভীড় লক্ষ করা যায়।