তুমুল বৃষ্টি আর তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া তীব্র যানজট। মঙ্গলের সকালটা কলকাতাবাসীর জন্য শুরু হল ঠিক এই ভাবেই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: তুমুল বৃষ্টি আর তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া তীব্র যানজট। মঙ্গলের সকালটা কলকাতাবাসীর জন্য শুরু হল ঠিক এই ভাবেই। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। থৈ থৈ অবস্থা কলকাতার অন্যতম সড়কগুলিতেও।

সোমবার রাত থেকেই শহর তথা দক্ষিণবঙ্গের আকাশে পাক খেতে শুরু করে কালো মেঘ। রাত যত গভীর হয়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। যা মঙ্গলবার ভোর হতে পৌঁছেছে চরমে।আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা।

গত তিন ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে মেঘভাঙা বৃষ্টিপাত। সঙ্গী হয়েছে প্রবল বজ্রবিদুৎ। তার সঙ্গে আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়েছে দমকা হাওয়াও। শহরেরই সাত এলাকায় দেখা গিয়েছে প্রবল বৃষ্টিপাত।

গত ১ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েকটি জায়গায় তা আবার তিন ঘণ্টায় ছাড়িয়ে গিয়েছে ২০০ মিলিমিটারের গণ্ডিও। সব মিলিয়ে মঙ্গলের সকাল যে মোটেই সুখকর ছিল না, তা নিয়ে কোনও সন্দেহই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fourteen =