এলেনবেরি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, বোনাস ও মজুরি নিয়ে উত্তেজনা তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: শ্রম দপ্তরের নির্দেশ মেনে ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে অনড় মনোভাব আগেই জানিয়েছিলেন শ্রমিকরা।

এবার সেই সঙ্গে প্রাপ্য মজুরি থেকে অর্ধেক টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে সোমবার সকাল থেকেই ডুয়ার্সের এলেনবেরি  চা বাগানের ম্যানেজার মৃত্যুঞ্জয় চৌধুরীকে তাঁর অফিসে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা |

ঘেরাও চলাকালীন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মাল ব্লক কমিটির সভাপতি পুরণ লোহার ও তৃণমূলের বাগ্রাকোট অঞ্চল কমিটির সভাপতি রাজেশ ছেত্রী এলেনবেরি  বাগানে এসে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন।

উল্লেখযোগ্য, গত ২৩ জুলাই বাগান কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, প্রতিদিন ১৫ কেজি করে চা পাতা তোলা বাধ্যতামূলক। না তুলতে পারলে মজুরির অর্ধেক কেটে নেওয়া হবে।

এর প্রতিবাদে আগস্টের শুরুতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে গেট মিটিং ও আন্দোলন শুরু হয়। এর পর ত্রিপাক্ষিক বৈঠকে অস্থায়ী মিমাংসা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

চা শ্রমিক ধনকুমারি প্রধান, প্রমীলা লোহার-সহ একাধিক মহিলার দাবি, “বাগানে গ্রীন লিফ পর্যাপ্ত নেই। আমরা ১৫ কেজি তুলবো কোথা থেকে? উপরন্তু বাগান কর্তৃপক্ষ আমাদের ন্যূনতম সুযোগ সুবিধাও দিচ্ছে না। ত্রিপাক্ষিক বৈঠকের পরও টাকা কাটা হচ্ছে – এটা আমরা মেনে নেব না।”

এদিন বিকেলে মালের সহকারী শ্রম কমিশনার শুভ্রজ্যোতি সরকারের দপ্তরে বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। তিনি বলেন, “শ্রমিকদের হাজিরা সমস্যা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সমস্যা মিটলে বোনাস নিয়েও আলোচনা হবে।”

এদিকে শুধু এলেনবেরি  নয়, সম্মেলন টি কোম্পানির অন্তর্গত বাগ্রাকোট ও মানাবাড়ি চা বাগানেও এদিন ২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিং ও বিক্ষোভে সামিল হন শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =