ক্রিকেট আম্পায়ার ডিকি বার্ডের জীবনাবসান, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

আনন্দ মুখোপাধ্যায়   :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক   :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৯১ বছর। ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্ম নেওয়া এই কিংবদন্তি আম্পায়ার দীর্ঘ দুই দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করেছেন।
ডিকি বার্ড মাঠে শুধু তার নির্ভুল সিদ্ধান্তের জন্যই নয়, বরং রসবোধ ও অদ্ভুত ব্যক্তিত্বের জন্যও সমানভাবে জনপ্রিয় ছিলেন। টেস্ট ও একদিনের ক্রিকেটে বহু ঐতিহাসিক ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন। তাঁর হাত ওঠার ভঙ্গি ও অঙ্গভঙ্গি ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগ হয়ে উঠেছিল।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র ক্রিকেট দুনিয়া। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB), আইসিসি এবং বিশ্বের নানা প্রান্তের প্রাক্তন ক্রিকেটাররা শোকপ্রকাশ করেছেন। ভারতের শচীন তেন্ডুলকর থেকে শুরু করে পাকিস্তানের ইমরান খান, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার — সকলেই তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
ডিকি বার্ড তাঁর আত্মজীবনী “My Autobiography” প্রকাশের পর সাধারণ পাঠকমহলেও বিপুল জনপ্রিয়তা পান। ক্রিকেট ইতিহাসে সর্বাধিক সম্মানিত আম্পায়ারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
ক্রিকেট বিশ্ব আজ বলছে — এক অসাধারণ মানুষ ও কিংবদন্তি আম্পায়ারকে হারালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =