সুদেষ্ণা মন্ডল : সংবাদ প্রবাহ :: মহেশতলা :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: যাত্রীবাহী চারচাকা গাড়িতে হঠাৎ বিধ্বংসী আগুন। অল্পের জোরে রক্ষা পেল যাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে মহেশতলা থানার অন্তর্গত ইডেন সিটি গেটের উল্টো দিকে বজবজ ট্রাঙ্ক রোড এর কাছে একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি যাত্রী নিয়ে গন্তব্য স্থলের দিকে রওনা দিয়েছিল। সেই সময় হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। এরপর গাড়িতে থাকা যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়ে ।
যান্ত্রিক কি গোলযোগ হয়েছে তা দেখার জন্য গাড়ি চালক গাড়ির কাছে গেলে হঠাৎই গাড়িটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এরপর ভয়ে আতঙ্কিত হয়ে যাত্রীরা নিরাপদ আশ্রয় সরে যায় এবং গাড়ির চালক সাহায্যের জন্য চিৎকার শুরু করে। আগুন নেভানোর জন্য স্থানীয়রা ছুটে আসে ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহেশতলা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক সূত্রে খবর যান্ত্রিক গোলযোগের কারণে গাড়ির ব্যাটারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।