প্রতিপদ থেকেই জ্বলে উঠল কৃষ্ণনগর রাজবাড়ির হোম কুন্ডলী চলবে নবমী তিথি পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ ::  নদীয়া :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: মহালয়ার পরদিন প্রতিবাদ থেকেই জ্বলে ওঠে, কৃষ্ণনগর রাজবাড়ির হোম কুন্ডলী। রাজবাড়ির ধর্মীয় রীতি বজায় রেখে কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে পুরো হলো এই যজ্ঞ। কৃষ্ণনগর রাজ বাড়িতে মহা ধুমধাম এর সাথে চলবে রাজরাজেশ্বরীর পুজো।

                                              চিত্র পরিচিতি :: কৃষ্ণনগরের রাজ মাতা অমৃতা রায় 

মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই দুর্গাপুজো রাজরাজেশ্বরী নামে খ্যাত। আর এই হোম যজ্ঞের মাধ্যমে সূচনা হয়ে গেল কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গোৎসবের। কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা প্রতিমা অর্থাৎ রাজরাজেশ্বরী অন্যান্য প্রতিমার চেয়ে ভিন্ন। রাজবাড়ী রাজরাজেশ্বরী যুদ্ধ বেশে আবর্তিত হন দাবা ঘোড়ার ওপরে।

রাজ দালানেই তৈরি হয় প্রতিমা। আধুনিকতাকে দূরে সরিয়ে প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্যকে বজায় রেখে নিয়ম নিষ্ঠা সহকারে এবারেও রাজরাজেশ্বরী পুজো হবে রাজ দালানে। কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গোৎসব দেখতে, জেলা তথা ভিন জেলা থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 19 =