ডায়মন্ড হারবারবাসীদের হাতে পৌঁছে গেল অভিষেকের উপহার

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: তৃতীয়ার পুণ্য লগ্নে ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার পৌরসভার ১৬টি ওয়ার্ড এবং ডায়মন্ডহারবার এক নম্বর ও দুই নম্বর ব্লকের প্রায় পঞ্চাশ হাজার এলাকার গরিব দুঃস্থ মানুষের হাতে পৌঁছে গেল ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার।শারদীয়া দুর্গোৎসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপহার পেয়ে খুশি এলাকার মানুষজনেরা। বুধবার সকালে ডায়মন্ডহারবার বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদের আহবানে ডায়মন্ড হারবার পৌরসভার ১৬টি ওয়ার্ডে পৌঁছে যায় এলাকার জনপ্রতিনিধিরা।

এলাকার জনপ্রতিনিধিরা এলাকায় পৌঁছে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারদীয়ার উপহার স্বরূপ বস্ত্র এলাকার গরীব দু:স্থ এলাকাবাসীদের হাতে প্রদান করে।

উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =