রাজ্যের দাবিতে উত্তাল লাদাখ – মৃত চার আহত কমপক্ষে ৭০ জন বিক্ষোভকারী

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: লেহ তে সোমবার উত্তাল রাজনীতি  । দীর্ঘদিনের দাবি—লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান ও সাংবিধানিক সুরক্ষা—নিয়ে আজ ফের বিস্ফোরিত হল লাদাখ। সকাল থেকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

প্রথমে শান্তিপূর্ণভাবে চললেও দুপুরের পরেই পরিস্থিতি হঠাৎ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত সত্তর। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ শুরু করে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মিছিলে। বহু বিক্ষোভকারী দিকবিদিক জ্ঞান শুন্য হয়ে ছুটতে গিয়ে গুরুতর আহত হন।

অন্যদিকে, প্রশাসনের দাবি, বিক্ষোভকারীরা পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তা অবরোধ করে সরকারি সম্পত্তি নষ্ট করছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতেই বলপ্রয়োগ করা হয়।

স্থানীয় রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তাঁদের বক্তব্য, “লাদাখবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবি উপেক্ষা করায় আজকের এই ট্র্যাজেডি ঘটেছে। যতক্ষণ না রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক অধিকার মিলছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।”

রাজনৈতিক মহল মনে করছে, পরিস্থিতি দ্রুত সামাল না দিলে লাদাখে অশান্তি আরও বাড়তে পারে। কেন্দ্রের ভূমিকা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন, লেহ ও কারগিলে দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এক কথায়, লাদাখ আজ দাবির আগুনে দগ্ধ। আর সেই দাবির কেন্দ্রে রয়েছে “রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =