বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু হাইকোর্টের তলব রাজ্য ও সিইএসসি-কে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: শহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আট পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসলো কলকাতা হাইকোর্ট। আদালত রাজ্য সরকার ও বিদ্যুৎ পরিষেবা সংস্থা সিইএসসি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আটজনের। এছাড়া বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরে আরও দুই তরুণের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রের খবর, দুর্যোগে সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি’র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

সূত্রের খবর, প্রবল বর্ষণের পর রাস্তায় জমা জলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পর্শ পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই পথচারীরা  । চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলেন তাঁরা।

হাইকোর্টের নির্দেশ, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য প্রশাসন ও সিইএসসি-কে জানাতে হবে— দুর্ঘটনার সঠিক কারণ – তৎকালীন নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল – ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে

আইনজীবীদের মতে, শহরের বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থার অদক্ষতার জন্যই এই মৃত্যু। আদালত কড়া নজরে বিষয়টি খতিয়ে দেখবে বলেই মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =