সাগরপাড়ায় দুই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: গোপন সূত্রের খবরের ভিত্তিতে গভীর রাতে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর শিবমন্দির সংলগ্ন পিচ রোড এলাকায় অভিযান চালানো হয়।

ধৃতদের নাম মানিক শেখ (৩৪), পুত্র আমজাদ শেখ, জাগিরপাড়া, থানা রাণীনগর এবং বাদল মণ্ডল (২৬), পুত্র সঞ্জিত মণ্ডল, টিকটিকিপাড়া, থানা সাগরপাড়া, জেলা মুর্শিদাবাদ।

তল্লাশির পর তাদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি ইম্প্রোভাইজড পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান, দুটি ৭.৬২ মিমি তাজা গুলি এবং দুটি .৩০৩ তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =