নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এ বছর তাদের পুজোয় আনছে এক অভিনব চমক।
থাইল্যান্ডের বিখ্যাত ‘ওয়াট অরুণ’ বা অরুণ মন্দিরের রূপে সাজছে এবারের মণ্ডপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ঐতিহ্যবাহী স্থাপত্যের মহিমা যেন এ বার সরাসরি ধরা দেবে দুর্গাপুরের বুকে।
৫৮ বছরের গৌরবময় যাত্রাপথ পেরিয়ে এই পুজো কমিটি আজ এক সোনালি অধ্যায়ে প্রবেশ করেছে। দক্ষ কারিগরদের নিবিড় পরিশ্রমে মণ্ডপের প্রতিটি খুঁটিনাটি অংশে ফুটে উঠছে থাই শিল্পকলা ও স্থাপত্যের সূক্ষ্ম সৌন্দর্য।
অরুণ মন্দিরের সুউচ্চ প্রাং (টাওয়ার), রঙিন মোজাইক টালি, আর সূর্যোদয়ের আভা যেন দর্শনার্থীদের মুহূর্তে নিয়ে যাবে ব্যাংককের চাও ফ্রায়া নদীর তীরে।