নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় — পুজোর আগেই কি মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: বহু প্রতীক্ষার পর নিয়োগ দুর্নীতি মামলার শেষটিতেও জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি ছিলেন তিনি।

ইতিমধ্যেই একের পর এক মামলায় জামিন পেলেও শেষ মামলাটি তাঁকে আটকে রেখেছিল জেল হেফাজতে। এবার সেই মামলাতেও আদালত জামিন মঞ্জুর করায় আইনি দিক থেকে তাঁর মুক্তির পথ প্রায় প্রশস্ত।আইন বিশেষজ্ঞদের মতে, সমস্ত শর্তাবলি পূরণ করে যদি কারাবন্দিত্বের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে আসন্ন দুর্গাপুজোর আগেই জেল মুক্ত হতে পারেন তিনি। তবে ঠিক কবে মুক্ত হবেন, তার নির্ভরতা এখন সম্পূর্ণ প্রশাসনিক ও কারা দফতরের প্রক্রিয়ার ওপর।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন জল্পনা। জেল থেকে মুক্তি পেলে পার্থ চট্টোপাধ্যায় কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন, নাকি নীরব থাকবেন—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৃণমূলের ভেতরে এবং বাইরে।

পুজোর আগে এই মুক্তি তাঁর এবং দলের জন্য কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =