লাদাখে কেন্দ্রের বিশেষ দূতের আগমন – পরিস্থিতি কতটা গম্ভীর, তা নিয়ে বাড়ছে উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ /লাদাখ :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: লাদাখে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ দূতকে পাঠানো হয়েছে। সাম্প্রতিক অশান্তি, প্রাণহানি এবং বিক্ষোভের আবহে এলাকায় স্বাভাবিকতা ফেরানোই এই সফরের মূল উদ্দেশ্য বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

বিশেষ দূত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। একইসঙ্গে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন সেনা ও প্রশাসনের সঙ্গে।

গত কয়েকদিনে রাজ্যের মর্যাদা ও রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৭০-এরও বেশি মানুষ। এর জেরে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিশেষজ্ঞ মহল মনে করছে, কেন্দ্রের দূতের এই সফর মানুষের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা হলেও, পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক পদক্ষেপ অপরিহার্য।

👉 সামগ্রিকভাবে, লাদাখের উত্তেজনা এখন জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =