য়াবহ হিংসার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার গ্রেপ্তার হলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: লাদাখের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত। দুদিন আগের ভয়াবহ হিংসার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার গ্রেপ্তার হলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। সূত্রের খবর, লাদাখে কেন্দ্রীয় শাসন ও স্থানীয় অধিকার নিয়ে চলা আন্দোলনের পটভূমিতেই এই গ্রেপ্তারি।পুলিশ জানায়, সোনম ওয়াংচুককে শুক্রবার ভোরে তাঁর বাসভবন থেকে আটক করা হয়। অভিযোগ, সাম্প্রতিক হিংসার ঘটনায় তাঁর বক্তব্য ও আন্দোলনের ডাক অশান্তি উসকে দিয়েছে। তবে তাঁর সমর্থকরা দাবি করেছেন, ওয়াংচুক শান্তিপূর্ণ আন্দোলনের প্রতীক, তাঁকে গ্রেপ্তার করে সরকারের উদ্দেশ্য আন্দোলন দমন করা।

প্রসঙ্গত, দুদিন আগে লাদাখে জমায়েতে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয় এবং আহত হন বহু মানুষ। তারপর থেকেই এলাকা জুড়ে কড়া নিরাপত্তা জারি রয়েছে। সেনা ও আধাসেনার টহল চলছে।

স্থানীয়রা বলছেন, এই গ্রেপ্তারির ফলে পরিস্থিতি আরও উত্তেজিত হতে পারে। ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে লাদাখে নতুন করে বিক্ষোভের হাওয়া বইতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =