কাঁকসা আন্তরিক মহিলা পুজোর উদ্বোধন করলেন অভিনেত্রী জয়াপ্রদা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: প্রতি বছরের মত এ বছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয় কাঁকসার হাটতলায়। কাঁকসা হাটতলা মহিলা পরিচালিত আন্তরিক দুর্গাপূজা কমিটির ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা।

এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুই, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি,ছিলেন, তৃণমূল নেতা বিষ্ণুদেব ননিয়া সহ পুজো কমিটির সদস্যরা।এদিন পুজো উদ্বোধনে এসে মঞ্চে নিজের গানে নাচ করে সকলের মন জয় করেন জয়াপ্রদা। তিনি বলেন বাংলার দুর্গা পুজোর আয়োজন দেখে তিনি মুগ্ধ।

এদিন তিনি পূজা উদ্বোধনে এসে জানান সম্প্রতি ফৌজি নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই তার শুটিং শুরু হয়ে গিয়েছে। বর্তমানে তিনি রাজনীতির সাথে যুক্ত থাকলেও চলচ্চিত্র জগৎ এখনো তিনি ছাড়েননি।

পুজো কমিটির সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাদের পুজো এ বছর ১২ বছরে পদার্পণ করেছে, প্রতিবছর তারা তাদের পুজোর উদ্বোধন বাংলা কিংবা হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের হাত দিয়ে করান। সেইমতো এ বছর তাদের পূজোর উদ্বোধন করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী জয়াপ্রদা।

পুজো উপলক্ষে আগামী চার দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও কাঁকসা ব্লকের মধ্যে তাদের পুজো কোনো একটি স্থান গ্রহণ করবে বলে তার দাবি। এদিন জয়াপ্রদা কে দেখতে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =