কল্যাণী থেকে ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ৪ জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত আর ৪ জন। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার ইসলামপুর কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর।মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস (৪৭)। তিনি নদিয়ার করিমপুরের বাসিন্দা। এছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে ও স্থানীয় জানা গিয়েছে, এদিন প্রাইভেট গাড়িতে করে কল্যাণীতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।

গাড়িতে মোট পাঁচজন ছিল, তাদেরকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + fourteen =