বর্ধমান শহরের ইছলাবাদ ইয়ুথ ক্লাব এবারে তাদের থিম “অন্তরালে”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: বর্ধমান শহরের ইছলাবাদ ইয়ুথ ক্লাব এবারে তাদের থিম অন্তরালে।পঞ্চমির রাতে শনিবার উপচে পরা ভিড় মন্ডপ চত্বরে।

৩৯বছরে পদার্পণ করল এবারে তাদের পুজো।প্রতিমায় নজরকাড়া সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে।গোটা মন্ডপটিতে বাঁশের কারুকার্য ও আয়না রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =