নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: ভিন রাজ্যে কাজে গিয়ে কাজ সেরে কোম্পানির গাড়ির পিছনে করে ফেরার পথে গাড়ি থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক বাংলার পরিযায়ী শ্রমিকের । ঘটনায় বিহার এবং ত্রিপুরার আরো দুজন আহত হয়েছে বলে সূত্রে জানা যায়।
মৃত পরিযায়ী শ্রমিকের ছেলে
জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নান্দাই আশ্রমপাড়া এলাকার বাসিন্দা হারাধন দেবনাথ চারমাস আগে কাজে গিয়েছিল সেখানে। কোম্পানির কাজ সেরে গাড়ির পিছনে ই দাঁড়িয়ে হারাধন দেবনাথ এবং তার দুই সহযোগী আসছিলেন এমন সময় আচমকা গাড়ি থেকে ছিটকে পড়েন তিনজন।
এমন সময় পিছনে আসা গাড়িতে ধাক্কা লাগে হারাধন বাবু স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে ঘটনাটি গুজরাটের ভুজ এলাকায় ঘটে। এই খবর নান্দাই আশ্রমপাড়া এলাকায় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে শোকের ছায়া। মৃতের স্ত্রী জানান, রাজ্যে কাজ না থাকার কারণে ভিন্ন রাজ্যে গিয়েই এই দুর্ঘটনা।