কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্রের প্রচেষ্টায় ইউনেস্কোর স্বীকৃতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: বিশ্ববাংলার সাংস্কৃতিক গৌরবের আরও এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ইউনেস্কোর “Intangible Cultural Heritage of Humanity” তালিকায় স্থান পেয়েছে কলকাতার দুর্গাপুজো। ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। অবশেষে ২০২১ সালে সেই প্রচেষ্টা সফল হয়।

কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে বিস্তারিত নথি ও প্রামাণ্য দলিল ইউনেস্কোর কাছে জমা দেওয়া হয়। এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নেয় পশ্চিমবঙ্গ সরকারও। দুর্গাপুজোর সামাজিক ও সাংস্কৃতিক দিক, শিল্পকলা, সঙ্গীত, লোকাচার ও ভ্রাতৃত্বের মেলবন্ধনকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছিল।

ইউনেস্কোর তরফে জানানো হয়, কলকাতার দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক মহোৎসব যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসূত্রে বাঁধে। শিল্পী, কারিগর, সংগঠক, সাধারণ মানুষ সবাই মিলে এই উৎসবকে মহাকাব্যিক রূপ দেয়।

এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে কলকাতার দুর্গাপুজোর মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেল। পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =