প্রনবানন্দ পল্লীর দুর্গা পূজার থিম ভাবনায় “বারসানাতে রাধারাণী বাঁকুড়ায় ছড়ালেন অমৃত বাণী “

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: মানব ধর্মের জয়গান ও জগৎ সংসারে প্রেমের বাণী ছড়িয়ে দিতে প্রেম ধর্মের প্রতীক শ্রী বৃন্দাবনের বারসানা মন্দির “বারসানাতে রাধারাণী বাঁকুড়ায় ছড়ালেন অমৃত বাণী ” এই থিম ভাবনায় এবারের প্রনবানন্দ পল্লীর দুর্গা পূজা।

প্রতিমা তৈরি করেছেন শিল্পী মহাদেব গাঙ্গুলি । থিম টি সম্পূর্ণ রূপ দিয়েছেন শিল্পী চন্দন রায়। লাইট সোনামুখী মা লাইট হাউস সন্দীপ গরাই । বাজেট প্রায় ২৬ লক্ষ টাকা । ভানুগড় পাহাড়ে অবস্থিত, শ্রী রাধা রানী মন্দিরটি ৫০০০ বছরের পুরনো বলে মনে করা হয়। পাহাড়ের নাম শ্রী রাধা রানীর পিতার নাম বৃষভানু থেকে এসেছে।রাধা ও কৃষ্ণের প্রতি নিবেদিতপ্রাণ বরসানা শহরটি বিশ্বব্যাপী জনপ্রিয়। রাধা রানীর আশীর্বাদ পেতে সারা বিশ্ব থেকে ভক্তরা হাজির হন। কিংবদন্তি অনুসারে, ভগবান কৃষ্ণ তার প্রিয় রাধা রাণীকে দেখতে বারসানায় আসতেন।

এবার বাঁকুড়া প্রনবানন্দ পল্লীর দুর্গা পূজার এলে বারসানার মন্দিরের আদলে তৈরি পুজো মন্ডপ দর্শন করতে পারবেন সকলেই। পূজো উদ্যোক্তাদের আশা প্রতিবছরের মতো এবারও তাদের পুজো নজর কাড়বে আগত দর্শনার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 20 =