৩০০ বছরেরও বেশি প্রাচীন এই বিশ্বাস বাড়ির পুজোর বৈশিষ্ট্য মা দুর্গা এখানে দশভূজা নয় চতুর্ভূজা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোপি সাগর :: সোমবার ২৯,সেপ্টেম্বর :: বিশ্বাস বাড়ি যেদিকেটা আছে তার নাম গোপি সাগর তার পাশেই আছে বৈঠক খানা স্থানীয় লোকে বলে সা ঘর। অনেকের মধ্যে জলসাঘর থেকে এই সাঘর কথাটা এসেছে। পাশেই নহবতখানা। তার পাশেই রয়েছে শিব মন্দির রাসমঞ্চ কাছারি বাড়ি কাছারি বাড়ির ভেতরেই আছে দুর্গা দালান।

৩০০ বছরেরও বেশি প্রাচীন এই বিশ্বাস বাড়ির পুজোর বৈশিষ্ট্য মা দুর্গা এখানে দশভূজা না চতুর্ভূজা। এনাদের পূর্বপুরুষরা উড়িষ্যা থেকে এখানে এসেছিলেন। দুর্গা প্রতিমার উপর সেই উড়িষ্যার প্রভাব কিন্তু চোখে পড়ে। এখানে গণেশ কার্তিক থাকেন উপরের সারিতে এবং লক্ষ্মী সরস্বতী নিচের সারিতে।

এইটাও কিন্তু সচরাচর দেখা যায় না। মায়ের সন্তানদের কারোর হাতে কোন অস্ত্র থাকেনা। এখানে গণেশের চারটি নয় দুটি হাত। পুজোর তিন দিন অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমীর দিন এখানে বলি প্রথা এখনো চালু আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =