নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: সোমবার ২৯,সেপ্টেম্বর :: বিষ্ণু কৃষ্ণ রায় প্রতিষ্ঠিত হুগলি জেলার দশঘড়ার রায় বাড়ির বনেদি পুজো ২০০ বছরের অধিক পুরনো। ষষ্ঠী থেকেই জমজমাট সারা রাজ্যের লোক ভিড় জমাচ্ছেন এই বনেদি বাড়িতে। থিমের পুজো ছেড়ে বনেদি বাড়িতে কলকাতার মানুষজনকে দেখা যাচ্ছে বেশি পরিমাণ।
হুগলি জেলার দশঘড়া রায় বাড়ীর পুজো মানুষকে টানে । রায় বাড়ির অলিতে গলিতে নানা ইতিহাস লুকিয়ে আছে প্রথমেই সিংহ দরজা পেরিয়ে এই রায় বাড়িতে প্রবেশ করতে হবে রায় বাড়ির সামনেই আছে একটি জলাশয় যেটা একসময় বিশাল আকার ছিল এখন সেটা ছোট আঁকার নিয়েছে।
তারপর এই গাড়ি বারান্দা রাজ মঞ্চ যেটা দোল মঞ্চ নামে পরিচিত এখনো অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই রায় বাড়ির বিশাল অট্টালিকা, এই রায় বাড়ির বিশাল দালান চারদিক দিয়ে ঘেরা। উপরে ছাউনিও আছে চারদিক থেকেই দুর্গা ঠাকুর কে দর্শন করা যাবে।
বিশাল এই বাড়ির ভিতর প্রবেশ করে আপনার চোখ ধাঁধিয়ে যাবেই কারণ এর দেয়ালে থামে পাথরে বহু স্মৃতি বন্দী হয়ে আছে। যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বনেদি বাড়ির পুজো মানে এক কথায় হুগলি জেলার দশঘড়ার রায় বাড়ির নাম মনে করে দেবে।
এখানে দেখাশোনার দায়িত্ব প্রদ্যুৎ সাহা জানালেন দুর্গা পুজো কালীপুজো দোল উৎসব সবকিছুতেই এই পরিবারের সদস্যরা দৌড়ে আসেন এই বাড়িতেই।
অপরদিকে কলকাতা থেকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন জানালেন এক কথায় অসাধারণ গ্রামের যে ঐতিহ্য পুজো সেটা আমাদের পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে