হারিয়ে যেতে বসা সিনেমা হলই ফুটে উঠেছে বাঁকুড়া সিনেমা রোড সর্বজনীনের পুজোয়। থিমের নাম— ‘সিনেমা পাড়া’।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২৯,সেপ্টেম্বর :: হারিয়ে যেতে বসা সিনেমা হলই ফুটে উঠেছে বাঁকুড়া সিনেমা রোড সর্বজনীনের পুজোয়। বাঁকুড়ার সিনেমা রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা নিয়েছেন এই অভিনব থিম বানানোর উদ্যোগ। থিমের নাম— ‘সিনেমা পাড়া’।

এ বার এই পুজো পা রাখতে চলেছে ৩১ তম বর্ষে পদার্পণ করল। থিম শিল্পী কুমারেশ দাস। প্রতিমা তৈরি করেছেন শম্ভু চন্দ । বাজেট প্রায় ১৮লক্ষ। সিনেমা পাড়া, কত প্রজন্মের হাসি কান্না, একে অপরকে না বলা কথার নীরব সাক্ষী এই প্রেক্ষাগৃহ। এখন আর কেউ পাও দেয় না সেখানে।একের পর এক ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে কবেই।

এক সময় রমরমিয়ে চলা বাঁকুড়ার সিনেমা হল গুলো এখন জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে শুধু স্মৃতি আঁকড়ে। শহরের সিনেমা রোডে এক পাড়াতেই বীণাপাণি চন্ডীদাস ও শিবানী হল চলত পাশাপাশি শোনা যেত দর্শকের কোলাহল চা ওয়ালার হাকডাক।

সে সবেই অতীত ভিড় করে হলে গিয়ে সিনেমা দেখা সেই হারিয়ে যাওয়ার সোনালী দিনগুলির ছবি এবার তুলে ধরেছে বাঁকুড়া সিনেমা রোড সার্বজনীন দুর্গাপূজার থিমে।

মন্ডপ জুড়ে প্রবেশের পথে ডানদিকে পুরনো আদলে থাকছে সিনেমার টিকিট কাউন্টার বামদিকে বাঁকুড়ার কয়েকটি সিনেমা হলের ছবির কোলাজ। মূল গেটের মাথায় সত্যজিত রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক উত্তম কুমার সুচিত্রা সেন সৌমিত্র চট্টোপাধ্যায় উৎপল দত্তের কাট আউট ।

দর্শনার্থীদের দেখে মনে হবে সিনেমা হলের পর্দায় দেবীকে দর্শন বলে জানিয়েছেন থিম শিল্পী কুমারেশ দাস। পুজো উদ্যোক্তারা আশাবাদী এই থিম দর্শনার্থীদের মন জয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =