নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৯,সেপ্টেম্বর :: দুর্গাপুরে গ্যারেজ মোড়ে প্রান্তিক ক্লাবের পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করলো। এবছরের পূজোর থিম কাশফুলের দোলে মা এলো ধামসা মাদলের তালে।মহাষষ্ঠীর সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়লো। মন্ডপে আদিবাসীদের চিত্র তুলে ধরা হয়েছে। আদিবাসীদের আদলেই তৈরি হয়েছে প্রতিমা। উদ্যোক্তাদের আশা দর্শনার্থীদের মন কারবে তাদের থিমের মন্ডপ।