সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ডুয়ার্স :: সোমবার ২৯,সেপ্টেম্বর :: ডুয়ার্সের খুব কাছে কালিম্পং জেলার অধীনে তৈরি হয়েছে ওই লুপপুল। পুজোয় প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসছেন। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন।জানিয়ে দেওয়া হয়েছে লুপপুলের উপর গাড়ি দাঁড় করিয়ে ছবি বা সেলফি তোলা যাবে না। একসঙ্গে বেশি গাড়ি উঠতে দেওয়া হবে না লুপপুলে। লুপপুল যেখানে শেষ হচ্ছে, সেখানে চা, কফি জোন ও খাবারের স্টল রয়েছে। পর্যটকরা সেখানে দাঁড়িয়ে লুপপুল ও নীচ দিয়ে বয়ে যাওয়া ডুয়ার্সের লিস নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন