নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: লন্ডনের সংসদ ভবনের সামনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি ভোররাতে দুষ্কৃতীদের হাতে কালিমালিপ্ত হলো। মূর্তির গায়ে স্প্রে পেইন্টে লেখা হয়েছে “গান্ধী হিন্দু জঙ্গী”। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গভীর রাতে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ঘটনাস্থলে এসে মূর্তির গায়ে কালো রঙ মাখিয়ে দেয় এবং আপত্তিকর স্লোগান লিখে দ্রুত সরে পড়ে। সকালবেলা ঘটনাটি নজরে আসতেই স্থানীয় পুলিশ দ্রুত পৌঁছে যায়।
প্রতীকী ছবি
ওয়েস্টমিনস্টার কাউন্সিল জানিয়েছে, মূর্তিটি পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের সনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের হাইকমিশন লন্ডনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে— “মহাত্মা গান্ধীর মূর্তি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের শান্তি ও অহিংসার প্রতীক। এই ঘটনা নিন্দনীয় ও বর্বরোচিত।”
ব্রিটিশ সরকারও এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয় সম্প্রদায়ের পক্ষ থেকে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল অর্পণ ও শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে