নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: বাঁকুড়া জেলার নানা শিল্পের মধ্যে এই পোড়ামাটির ঘোড়া তৈরির শিল্পটি যথেষ্ট প্রাচীন এবং রাজ্য জুড়ে এর গুরুত্বও রয়েছে।
বাঁকুড়া শহরের পূজাগুলির মধ্যে ব্যতিক্রমী থিম-ভাবনা দিয়ে কাটজুড়িডাঙা কেন্দুয়াডিহি ইলেক্ট্রিক সাব স্টেশন মোড় সার্ব্বজনীন দূর্গা পূজা কমিটি এবারে চমক দিয়েছে।
দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার পাঁচমুড়ার ঐতিহ্যবাহী একদল পোড়া মাটির লাল ঘোড়া। সঙ্গে থাকছে টেরাকোটার নানান কারুকার্যে পরিপূর্ণ পোড়া মাটির পুতুল ও বাঁশের কারুকার্য।
টেরাকোটা এবং পোড়ামাটির এই অনন্য কাজ দেখলে আপনার মন জুড়োতে বাধ্য। পাশাপাশি ঝুড়ি, কুলো ও মাদুর-সহ বাংলার নানান হস্তশিল্প দিয়ে গড়ে উঠছে একটি আকর্ষণীয় মণ্ডপ।