নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: বাঁকুড়ার গঙ্গাজলঘাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের দুর্গোৎসবের জন্য থিম হিসেবে বেছে নিয়েছে পুরনো দিনের মাটির ঘর। মাটির ঘরে উমার আগমনকে কেন্দ্র করে গোটা পুজো মণ্ডপ সাজানো হয়েছে।
বাঙালিয়ানার গন্ধে ভরা এই থিমে যেন গ্রামবাংলার অতীত দিনের ছোঁয়া মিলছে। এবারে তাদের পুজো ৫২তম বর্ষে পদার্পণ করল। মণ্ডপে প্রবেশের পথে দেখা যাচ্ছে মাটির দেয়াল, খড়ের চাল, লণ্ঠনের আলো আর ঘরোয়া সাজসজ্জা। প্রতিমার আবহের সঙ্গে মিল রেখে এই থিম তৈরি করা হয়েছে।
এবারের থিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে মণ্ডপ ও প্রতিমা সাজানো হয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ ইতিমধ্যেই দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। ফলে দর্শনার্থীরা পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছেন। শুধু স্থানীয় বাসিন্দারা নয়, আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে।