নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: এবছর বড় দুর্গার নজির স্থাপন করেছে। ঘাটাল জুড়ে বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করছেন মণ্ডপ শিল্পীরা। তবে, ঘাটালের গোবিন্দপুর গ্রামবাসীদের নেতৃত্বে সর্বজনীন দুর্গোৎসবে এ বছর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। ঘাটালে ৭২ ফুটের দুর্গা প্রতিমা।
এই বছর, গোবিন্দপুর গ্রামবাসীদের উদ্যোগে ঘাটাল থানার ১৭ নম্বর ওয়ার্ডে প্রতিমা তৈরি করা হয়েছে। তারা প্রায় ২৪ লক্ষ টাকা বাজেটে ৭২ ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি এবং স্থাপন করেছে। ঘাটাল মহকুমায় এটি একটি ভিন্ন ধারণা।পূজা আয়োজকরা জানিয়েছেন যে, এক বছর, কলকাতার একটি বিখ্যাত সর্বজনীন পূজা কমিটি একটি বিশাল দুর্গা পূজা প্যান্ডেলের আয়োজন করেছিল। যেখানে ৭২ ফুট লম্বা একটি দুর্গা ঠাকুর মন্ডপ ছিল।
সেই বছর এটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ‘সেই বছর, আমি আশা করেছিলাম যে আমরা, এলাকার মানুষ, ঠাকুর দেখতে সেখানে যাব।’ কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে এটি বন্ধ ছিল।
তাই সেই কথা মাথায় রেখে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছিলাম। আমরা চাইলে এটিও করতে পারি। এই বছর আমাদের নিজস্ব এলাকায় ৭২ ফুট উঁচু দুর্গা হবে। ৭২ ফুট উঁচু দুর্গা ছাড়াও একটি নজরকাড়া লেজার শো রয়েছে।
মণ্ডপের সাজসজ্জা সম্পন্ন হওয়ার সাথে সাথেই উৎসুক সাধারণ মানুষের ভিড় জমে উঠতে শুরু করে। তবে, ভিড় সামলাতে পূজা কমিটি এবং প্রশাসন সমস্ত বিষয় পর্যবেক্ষণ করছে।