নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক / বালুচিস্তান :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: বালোচিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত দশজনের। সোমবার দুপুরে জনবহুল এলাকায় আচমকাই এই বিস্ফোরণ ঘটে, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে কোয়েটার জারঘুন রোডে ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরের এক প্রান্তে বিস্ফোরণটি ঘটে। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বহুদুর পর্যন্ত এর আওয়াজ শোনা যায়, ভেঙে পড়ে আশেপাশের বহু বাড়ি ও ভবনের কাচ। বিস্ফোরণের পরে গুলির আওয়াজও শোনা যায়।
ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বহু দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা। জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার পেছনে কারা জড়িত তা দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।