সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: মহাসপ্তমীতে অনুরাগীদের জন্য মহা-উপহার কোয়েল মল্লিকের। পুজোর দ্বিতীয় দিনে মেয়ে কাব্যর সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী।শুধু তাই নয়, স্বামী নিসপাল সিং রানে, পুত্র কবীরের সঙ্গেও ফ্রেমবন্দি হল সুপারস্টার মায়ের মিষ্টি মুহূর্ত। আর সেই ব্লকবাস্টার ফ্রেম দেখেই কাব্যকে ভালোবাসায় ভরাল টলিউড।