নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) মঙ্গলবারও উত্তেজনা তুঙ্গে। বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষে পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
জানা গেছে, আন্দোলনকারীরা প্রশাসনের ব্যারিকেড হিসেবে রাস্তায় দাঁড় করানো কনটেনার ভেঙে নদীতে ফেলে দেন। এর ফলে এলাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তুলে রাস্তায় নেমে আসে।

চিত্র :: সংগৃহীত
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামলাতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। তবে বিক্ষুব্ধদের দাপটে বারবার সেই বলয় ভেঙে পড়ছে। ফলে জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাদ্যপণ্য ও মূল্যবৃদ্ধি ইস্যুতে মানুষের ক্ষোভ দানা বাঁধছে। প্রশাসনের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ।
👉 পর্যবেক্ষকদের আশঙ্কা, আন্দোলন যদি দ্রুত থামানো না যায় তবে পিওকে-তে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে।