বৃষ্টি ! নবমী নিশিতে হাওয়া বদল ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা     :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর ::  দেবীর আগমনে আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে জেলাবাসী। বোধনে বধ হয়েছে বৃষ্টি অসুর! বৃষ্টিছাড়া মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে ষষ্ঠী।
সপ্তমী কেটেছে বৃষ্টি মুক্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে বদলাবে আবহাওয়া। দশমী ও একাদশীতে বৃষ্টির পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =