শহর যখন উৎসবের অপেক্ষায়, ভবানীপুর মুক্তদল তাদের ৭৭তম বর্ষে পা রাখছে *‘আড়ালে’* থিমে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: শহর যখন উৎসবের অপেক্ষায়, ভবানীপুর মুক্তদল তাদের ৭৭তম বর্ষে পা রাখছে *‘আড়ালে’* থিমে। এই থিমের প্রেরণা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সমৃদ্ধ লোকনৃত্য *গোমিরা মুখোশ নাচ*।

গোমিরা নাচ গ্রামীণ বিশ্বাস ও আচার সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বড় বড় কাঠের মুখোশ পরে দেবতা, অসুর ও পৌরাণিক চরিত্র ফুটিয়ে তোলেন গ্রাম্য শিল্পীরা।

গোমিরা মুখোশ কুশমণ্ডির শিল্পীরা তৈরি করেন গামারী কাঠ দিয়ে। লাল, নীল, সাদা রঙে আঁকা এই মুখোশে জীবন্ত হয়ে ওঠে মহিষাসুর, হনুমানসহ নানা চরিত্র। ২০১৮ সালে এদের *ভৌগোলিক নির্দেশক (GI) স্বীকৃতি* মেলে।

গোমিরা নাচ একাধারে ভক্তিমূলক ও নাটকীয়। একক ও দলীয়ভাবে আয়োজিত এই নৃত্যে প্রতিফলিত হয় গ্রামীণ সমাজের বিশ্বাস, ঐতিহ্য ও সৃজনশীলতা।

৭৭তম বর্ষে মুক্তদলের উদ্যোগে কলকাতার প্যান্ডেলে ফুটে উঠবে এই লোকশিল্পের ছাপ। কুশমণ্ডির শিল্পীদের হাতের কারুকাজ শহুরে দর্শকের সামনে তুলে ধরবে বাংলার চিরন্তন ঐতিহ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =