নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক / POK :: বুধবার ১,অক্টবর :: পাক অধিকৃত কাশ্মীর (POK) ফের অগ্নিগর্ভ হয়ে উঠল। টানা অশান্তি ও সংঘাতের আবহের মধ্যেই বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত আটজন। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়েছে বহু ঘরবাড়ি ও দোকান। রাতারাতি আতঙ্কে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার পাক সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের হিংসাত্মক বিক্ষোভের পর আটজন অসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এরমধ্যে বাগ জেলার ধীরকোটে ৪ জন নিহত হয়েছেন, মুজাফফরাবাদে আরও ২ জন এবং মিরপুরে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মুজাফফরাবাদ থেকে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে মৃতের মোট সংখ্যা ১০জনে দাঁড়িয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি, গোটা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে গুজব ছড়াতে না পারে।
নিহতদের পরিবারকে এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণের ঘোষণা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সাধারণ মানুষের অভিযোগ, বারবার সহিংসতা ও দমননীতির কারণে তাদের জীবনে স্থায়ী অশান্তি নেমে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমাগত অশান্ত হয়ে ওঠা POK পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি বলে মত বিশেষজ্ঞদের।